শার্লক
হোমস, ওরা তিনজন
১.
বিস্কুটের
গায়ের লোম পিরিচে পড়ে আছে
সিগারেটের
শেষাংশের পোড়ামুখ
মানুষের
পরিচয় নেই
তিনটি
কাঁচের গ্লাস, তলায় মদের দাগ
বলে
দেয় ওরা ছিল তিনজন লোক
হয়তো
ওদের সঙ্গে একটি কুকুর ছিল
চৌকাঠে
টিনলেস নখের আঁচড়
২.
সমুদ্রপাড়ের বালিতে একজোড়া রবারের জুতো
সামনে নিয়ে বসে আছে একটি কুকুর
জুতোজোড়া কার? কুকুরটি জানে... কাউকে বলে না
দূর সমুদ্রের দিকে সে কেবল তাকিয়ে রয়েছে
কে তার মুনিব?
লোকটি কি স্নানে নেমে ডুবে গেছে সাগরের টানে!
কুকুরটি সব জানে, কাউকে বলে না
৩.
নদী খাল বনে জঙ্গলে সারাদিন কাটিয়ে
ভূতুড়ে সন্ধ্যা এলো। নির্জন মাঠে পথে হেঁটে আসতে
ভাবছি
-ভূত বিষয়টি চূড়ান্ত ফেইক
ভূতুড়ে সন্ধ্যেগুলো...ধূ ধূ মাঠ প্রান্তরে
একদিন ভূতের সঙ্গে দেখাও হল না
অন্ধকার থেকে কেউ তখনি আমাকে
বললো- তুই একটা ভূত
বরাবরের মত প্রিয়।
উত্তরমুছুনধন্যবাদ, এতো প্রতিবন্ধকতার পরও এভাবে পড়বার জন্য।
মুছুনতিনটেই ভালো লাগল। অর্ঘ্য দত্ত
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅসাধারণ ভাই ❤
উত্তরমুছুনধন্যবাদ। -মাসুদার
উত্তরমুছুনমাসুদার লেখা পড়তে আর খুঁজতে বলে একসঙ্গে । সেদিক দিয়ে ভাবলে শার্লকহোমস প্রাসঙ্গিক ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনঅসম্ভব ভাল বরাবরের মতো ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনবাহ! সুন্দর !
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনOsadharon...
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনএই ছবিময় সরল অভিব্যক্তি যা পাঠককে আগ্রহী করে পুনরনিরমানে (!), ফরাসী কবিতার কাছে কখনও কি আমরা সে পাঠ নিয়েছি ! ধন্যবাদ মাসুদার পড়লাম, উপভোগ করলাম ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন"kukur ti sob Jane kau k bolena"
উত্তরমুছুনA-sadharon...