এন্টিকৃষির দিকে
আমার ক্ষমা কি
সমস্ত গ্রন্থির থেকে ভারী হয়ে
নিরুত্তর পুরুষের
দিকে
ফেলে আসে জটিলতা!
সামান্য ঘূর্ণির
কাছে এই এক অবশিষ্ট উড্ডীন, নেমে যাও স্বতন্ত্র হিংসায়—
পরশ্রী-ভর্তি যত
দুপুরের ফেনা
রেখে আসে লোকাচার,
টাকা পাঠানোর শিষ্টতা!
কাঠ কি অনুধাবনের
চেয়েও সরল—!
এমন বিমাতার কাছে
আমার পৌরুষলীন ত¦ক
ফালতু শ্রদ্ধাবোধে
নুয়ে যায়—
যেন গত শীতে আমিও
টিকিট কাটি নি বাসের!
রাস্তায়, অজস্র
ইগোর পাশে একটা মাজার
শুয়ে থাকে
আব্রুহীন, সাবঅল্টার্ন দূরে—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন