শীতরাতের
বৃষ্টি শেষে
গোড়ালির নিচে ঘোলাটে জলে
মোচড়া দিয়ে ওঠে
মধ্যাহ্নের লেজ,
সাধের ময়না এসে
ঠুক্ দেয় উপোসী ঠোঁটে...
সারারাতের বৃষ্টিবর্শা পুঁতে থাকা
মাটির জমিনে বাসি পুঁজ -
গলগলে, বেরহম চিৎ-কাৎ
হয়ে নেমে আসে,
আমার চোখ ধোয়া পিরিতির শূল
তোমরা কেবল নদীর বয়ে যাওয়া দেখলে!
স্মৃতিমতী
দুপুর
বিষণ্ণ আমলকী ঠোঁটে
ঢেউয়ের স্মরলিপি,
ঝিলমিলে দুপুরবেলায়
অব্যক্ত নুনের হাওয়া ;
নাকের ডগায় -
ঘামবিন্দুতে তোর চাহনী
নিশপিশ করে,
পোষা বেড়ালের মতো...
স্নানঘাটে হাত বদলে যায়
ইজারা দেওয়া
শীতগ্রস্ত পশমের বেদনা...
ঝিলমিলে দুপুরবেলায়
অব্যক্ত নুনের হাওয়া ;
নাকের ডগায় -
ঘামবিন্দুতে তোর চাহনী
নিশপিশ করে,
পোষা বেড়ালের মতো...
স্নানঘাটে হাত বদলে যায়
ইজারা দেওয়া
শীতগ্রস্ত পশমের বেদনা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন