শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

।। কবিতা : অয়ন্ত ইমরুল ।।





জেমিমা

ওদিকে দিকগুলোর যাতনা ঘনায়,মিথুনমুখী পারাপারে গাঙচিলের ডানায় কিনা
রোদ সোনার এনামেল....
জেমিমা,একাই একটা নদীর ভান ধরে থাকে
উপত্যকা ধরো উন্মুখ
ছলাৎ থেকে ভারী হলুদ খাম সে খুলে দ্যাখো,
কোথাও ভাওয়াইয়া ফুটলে খসে যায় পাতামের উচাটন পাটাতন
ঢেউয়ের কিলারগুলাই দুধে আলতায় জড়োয়াবাদী...উইশ করে মেয়েলি নাটাই
খালি লিপ ইয়ার চায়
সেই মতো মূকাভিনয়
সব হাইফেন সরিয়ে,ক্লোজ-এন্ডেড তিতলি নামের কেউ
রেবতি মরা দূরে
ছড়ানো ছিটানো সুভদ্রা রঙের মেঘ--ফুলকচি বর্ষা গাঁথা হয় এইখানে
বালিয়াড়িকে ইঙ্গিত করে লাল কাঁকড়া
দিদিমণির ডাস্টারে ততোটাই গুনগুন পড়তে এসেছি



এইদিকে একটু হেলে জিজ্ঞাসা দুরুদুরু
মেঘের শিস কষবে বেতরাঙা
সেখানে মানুষের মীনকুশি উবু হয়ে
মনে ফেলছে ঢেউপ্ররোচিত তোলা পাল
উত্তর খুলে মূলত আকর ও কাঁকর গেলা
মেহেদি....ঐ একটাই রঙ পায় গাঢ় লাল
জেমিমা খুলে বসে লালহাসি
বয়ঃসন্ধির তিরি ঘোরতর পরাগবাদী
গুনগুন খুঁটে খাওয়া পেন্ডুলাম বেড়াল দাঁড়াবার জায়গা করে দাও
মালা গলা পেলে জেনো বহু মিথ্যার অভিষেক হয়ে গেছে

1 টি মন্তব্য: