শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

।। কবিতা : রাজা সিংহ ।।





রোগা ভাবনায়

দাঁড়া লিখছি বড়ো করে একটা কংগ্রেস ওখানে পায়চারী পড়ে আছে খুব
সবুজের পিঠে একটু গাঢ় কালো হলে ভালো হয় নাহলেও
 
পতাকা পরোটা আর চুকলির হাইফেন এবং সঙের দোয়াত
সংকট মন কেমনের চোখ কালি ফুরিয়ে ফুরিয়ে গন্ধ টপকে যাওয়ার ইচ্ছে যেমন হতো আরকি ধ্যানে
 
সজাগ লোম কূপে আমি ধরছিনা ওসব সিলিং কিংবা ট্রস
অভাব করে করেই কি তাহলে খারাপ রোগ ছুঁটে আসে ভালো রোগের দিকে
?
!
চেঁচানোর যদি একটা কান থাকে কথা উত্তর প্রশ্ন তাহলে তার পড়িবারও আছে
স্বাদবোধে দই কতদিন শুধুই থকথকে থাকবে আর ফিরতি পথে দুধ এঁটো হয় রাগ এটো হয় বউ বইইই আলপিনের চেয়েও জেগে ওঠা টাটকা হতে চাইছে কেনো
!
টক একজন ইতস্তত রগুড়ে বেকার ছেলের মতোন নাকি
একার হাসি,মন তার মরে যাওয়া অধিকার আজ রাতে ওকে ডেকেছি দ্বিতীয় পৃষ্ঠায় ঝেড়ে কেশে যাওয়ার জন্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন