শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

।। কবিতা : চয়ন দাশ ।।




কবিতাক্রম ৫

স্ত্রীঅঙ্গ পুরুষাঙ্গ পাশাপাশি পেয়ারা মণিখাট
চক্রবৎ পরিখা

দৌড় দৌড় বিনোদন

ধীর আলো অতীতাক্রান্ত রাস্তা বাতিল ঘোড়াস্য বীর্যগ্রন্থি দক্ষিণমুখী ব্যালকনি  
বাদামি দানাদার হাওয়া লুব্রিক্যান্ট শরবন সফেদ সারস সরসমা ছরাঙা  
অস্থিসার গোরস্থান

...............পায়া দৌড় দৌড় বিনোদন

সোয়েট আর কাগজগুঁড়ো প্রলেপিত পালনৌকো জলপি তলবিশিষ্ট প্রেক্ষাগৃহিনী  
বেশ্যা দুধ জন্ম জৈব জ্যামিতিক অঙ্কুর মৃত জলবন্দি ফুলদানি সাঁকো নদী মেয়ে 
প্রতিফলন
আহঃসে

হলুদ ড্রেজিং মেশিন
পিচ গলা মাটি
জোয়ার ভাঁটা ইট আগুন কালো বৃষ্টি ভিড় খাঁড়ি
গণ্ডার ১ শৃঙ্গচূড়া ধী লাল আপেল সুর অঙ্গ পুঁজ
পুঁজ বীক্ষণ কারখানা অনূঢ়া ধোঁয়া গ্রীবা দেওয়াল ঝর্নার গায়ে'ধুঁয়াবনধ
লেবার পেইন সমবেত বিছানা দু'পা মধ্যস্থিত পরলৌকিক রম্বস ঘুড়ি খচ্চর হাপ  
শূকরী মাথা আস্রবন
গর্ভপাত
হরমোন বায়ুরেখা তলসম মালিকহীন ধানফুলমাঠ
কাঠের টাট্টু ঘোড়া ছত্রাক গুটিবসন্ত জল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন