শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

।। কবিতা : জ্যোর্তিময় বিশ্বাস ।।




ঋণ

দীঘল ঘুমের ভিতর
একটা সাদা পায়রা।
দেখি দেখি ক’রে দ্যাখেনা এমন
একটা ভাব
‘ঠোঁটে গেঁথে নিয়ে যাব ধান’
তখুনি, স্বপ্নে যেমন হয়
ঘুম ভেঙে যায়

অথচ
দরোজা খোলার শব্দ পেয়ে
উঠান থেকে পাখি উড়ে যাক
এমন মোক্ষম গৃহস্থ্য হ’তে চাইনি কোনোদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন