শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

।। কবিতা : অংশুমান ।।




কবিতা নয়

২৯
অনেক হল, বলার পরেও অনেক থাকছে
মস্তিষ্কের পাড়ায় স্যাচুরেশন কার্ভ
ভরসা চুরি হল
ইউনিভার্স মস্ত বার্গার লোভনীয় জিহ্বায়
হাতের ওপর দিয়ে কেন্নো
আয় আয়
সাদা জামা দিয়ে চোখ মুছে নিই
তারপর চোখ নেই, অনেক কিছু আছে।

৩০
একটা চাবির বামকোণে অশান্তি
যোনির মধ্যে পাউরুটি ফেলে গেছে পশুপ্রেমী
বামদিক ঘেঁসে নমনীয় ফাংগাস ফাংগাস
কবিতায় জীবন শব্দটা ব্যবহার
করতে চাইনা তবু
অদ্ভুত এই অসহায়ত্ব শালা চিনচিন করছে
ভবিষ্যতের মরুভূমি
কোথায় না কোথায় চাবি পড়ে আছে
তার আবার...

৩১
এক পুরোনো প্রেমিকার নিপল চুরি
হয়েছে, আমি জানি
ইনি সেই চোর যিনি শিশুত্বের বাইরে
নির্ভরযোগ্য পথনির্দেশ দিতে পারেননি
ফলত গলগল করে দুধ বয়ে যাচ্ছে
ব্রা ভিজে যাচ্ছে
চোর অতশত ভাবেনা কিন্তু আপনার খুব
মায়া হচ্ছে কারণ
ভুক্তভোগী একটা অমোঘ অ্যাডজেক্টিভ
আর সার্জারি ছাড়া উপায় নেই..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন